সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

কালিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

দুপুর বেলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ পরদিন সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর মহাজন মসজিদ ঘাটনামক স্থানে গোসল করতে গিয়ে গত শনিবার দুপুরে নিখোঁজ হয় আশিকুর রহমান খান (২৮) নামের এই যুবক।

রোববার (২৮ মে) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ। আশিক এই গ্রামের মো. আছির খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে আশিক তার বাড়ির পাশের নবগঙ্গা নদীর মসজিদ ঘাটে গোসল করতে নদীতে যাওয়ার পর রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়। 

নদীর ঘাটে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে না পারলেও রোববার (২৮ মে) সকাল ৬টার দিকে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি আশিকের লাশ নদীতে ভাসতে দেখে আশিকের স্বজন ও পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি আইসি এসআই লোকমান হোসেন বলেছেন, ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ